29.6 C
Rajbari
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeরাজবাড়ীট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত, আহত ১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত, আহত ১

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজন নিহত হয়েছেন।

অপর এক আরোহীকে গুরুতর আহত অবস্থায় গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক ফরিদপুর জেলার কোতোয়ালি থানার হারোকান্দি গ্রামের জলিল খান এর ছেলে রনি খান (২৫) ও যাত্রী শরিয়তপুর জেলার পালং থানার রায়পুর গ্রামের মৃত হাসান তালুকদার এর ছেলে সুমন তালুকদার (৩৮) এবং অপর আহত যাত্রী ফরিদপুরের নগরকান্দি থানার বিবিকান্দি গ্রামের আবু তালেব এর ছেলে স্বপন (৩০)।

তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে রয়েছে।

শনিবার (২৫ জুন) রাত ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১০ টার দিকে তিনজন একটি মোটরসাইকেলে করে দৌলতদিয়া থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন।

মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তিনজন মোটরসাইকেল আরোহীর মধ্যে দুইজন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় লোকজন একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসা হাসপাতালে নেওয়া হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়।

আহলাদীপুর হাইওয়ে থানায় ওসি মো. তারিকুল ইসলাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক স্থানে একটি পণ্যবাহী ট্রাক ঢাকা মেট্রো-ট-১৪-০৮১৬ ও দৌলতদিয়া থেকে ফরিদপুর গামী মোটরসাইকেল ফরিদপুর-হ- ১২-৬৫০৫ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়।

ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments