26.8 C
Rajbari
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজবাড়ীযানজটের দৌলতদিয়া ফেরী ঘাট এখন যানবাহন শূন্য

যানজটের দৌলতদিয়া ফেরী ঘাট এখন যানবাহন শূন্য

বিশেষ প্রতিনিধিঃ পদ্মা সেতু চালু হওয়ায় পর যানবাহন শূন্য হয়ে পড়েছে ঢাকা-খুলনা মহাসড়ক। সরজমিনে আজ রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ও মহাসড়ক ঘুরে দেখা যায়, যানবাহন শূন্য হয়ে পড়েছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা।

ঘাট এলাকায় নেই ঘরমুখো মানুষের ভিড়। কর্মমুখী যাত্রী ও যানবাহনের জন্য অপেক্ষা করছে নৌরুটের চলমান ফেরিগুলো।

দৌলতদিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাট পন্টুন এলাকায় কথা হয় রিপন মিয়া নামের কুষ্টিয়া থেকে আসা এক বাসচালকের সঙ্গে।

তিনি বলেন, গতকাল পদ্মা সেতু উদ্বোধন হয়েছে বিধায় ঘাটে ও মহাসড়কে আজ যানবাহন ও যাত্রীদের কোন চাপ নেই।

পদ্মা সেতু চালুর আগ পর্যন্ত ফেরিঘাট ও মহাসড়কে ভোগান্তি হলেও আজ সকালে তার কোন চিত্র নেই। ঘাট ও মহাসড়ক পুরোটাই ফাঁকা। যে কারণে ঘাট এলাকায় আসা মাত্রই ফেরিতে উঠার সুযোগ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

৬ নম্বর ফেরিঘাটের পন্টুনে কুমারখালী থেকে আসা ট্রাকচালক মানিক মিয়া বলেন, আমি সকালে ধান বোঝাই করে ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠতে পেরেছি। আমি জানতাম পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ঘাট ফাঁকা হয়ে যাবে।

ট্রাকের সিরিয়ালে আর দিনের পর দিন থাকতে হবেনা। এজন্য আমরা অধিকাংশ সময়ই নদী পারাপারে দৌলতদিয়া ঘাট ব্যবহার করবো।

(বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান,
পদ্মা সেতু চালুর আগের দিন পর্যন্তও দৌলতদিয়া ঘাট ও মহাসড়কে কর্মমুখী মানুষ ও যানবাহনের পদচারণায় মুখোরিত ছিলো পুরো ফেরিঘাট এলাকা।

তবে আজ রবিবার সকাল থেকে সেই চাপ একেবারে নেই বললেই চলে। যে সমস্ত গাড়িগুলো এখন ফেরিঘাট এলাকায় আসছে তা সরাসরি নৌপথ পারাপারের সুযোগ পাচ্ছে।

তিনি আরো বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২১টি ফেরির মধ্যে ১৯ টি ছোট-বড় ফেরি আজ যানবাহন পারাপারে চলাচল করছে। ঘাটে যানবাহন কম থাকায় ২টি ডাম্প (টানা) ফেরিকে বসিয়ে রাখা হয়েছে এবং অধিকাংশ চলমান ফেরিগুলো ঘাটে যানবাহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে ছেড়ে যাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments