31.3 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগআশুলিয়ায় পুলিশের হয়রানি, জরিমানার প্রতিবাদের সড়ক অবরোধ ও বিক্ষোভ।

আশুলিয়ায় পুলিশের হয়রানি, জরিমানার প্রতিবাদের সড়ক অবরোধ ও বিক্ষোভ।

বিশেষ প্রতিনিধিঃ শিল্পনগরী আশুলিয়ায় পুলিশের হয়রানি ও জরিমানার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অটো রিকশাচালকরা।

এ ঘটনায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং প্রখররোদে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দুর দুরান্তের যাত্রীরা।

সোমবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের পল্লীবিদ্যুৎ-পলাশবাড়ী ইউটার্নে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা।

এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

রিকশাচালকরা বলেন, আমরা রিকশা নিয়ে মহাসড়কে না উঠলেও হাইওয়ে পুলিশ আমাদের রিকশা ধরে ২৬শ টাকা জরিমানা করেন।

এক মাসে একাধিকবার জরিমানা আদায় করে পুলিশ। আমরা গরিব মানুষ, প্রতি সপ্তাহে যদি ২৬০০ টাকা জরিমানা দেই, তাহলে আমরা কীভাবে চলব। আমাদের রিকশা ধরলে আন্দোলন চলমান থাকবে।

এ প্রসঙ্গে রিকশাচালক সাইফুল বলেন, আমি মহাসড়কে যে শাখা সড়ক আছে সেই সড়ক দিয়ে রিকশা চালাই।আমরা যদি একজন যাত্রী নিয়ে মহাসড়কের মুখে নামাই দেয় কোথায় থেকে যেন দৌড়িয়ে এসে রিক্সা আটক করে আর জরিমান।

এসময় তিনি আরও বলেন মহাসড়কের মুখ থেকে আমার রিকশা এই মাসে ৪ বার ধরে নিয়ে যায় হাইওয়ে পুলিশ। এই মাসেই আমার কাছ থেকে প্রতিবার ২৬শ করে মোট ১০ হাজার ৪০০ টাকা জরিমানা নিয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের পরিবার না খেয়ে মরে যাবে। আমরা কিভাবে জীবিকা উপার্জন করবো। সব যদি পুলিশের জরিমানাই দেয় তাহলে আমাদের কি হবে।

একিই অভিযোগ রিকশাচালক জসিমেরও।তিনি বলেন আমার রিকশা ধরেছে ৩ বার। র‌্যাকার ধরেছে ১ বার, হাইওয়ে পুলিশ ধরেছে ২ বার। মাসে একবার ধরলেও আমরা চলতে পারি। কিন্তু প্রতি মাসে দুই থেকে তিনবার ধরলে আমাদের ঋণ করতে হয়। গতকাল রিকশাচালকরা মাইকিং করে সমাবেশের ডাক দেয়। বাইপাইল মোড়ে আমরা সমাবেত হই। সেখান থেকে বিক্ষোভ করে পল্লীবিদ্যুতের দিকে আসি। পলাশবাড়ির ইউটার্নে আসলে পুলিশ আমাদের বাধা দেয়। পরে রিকশাচালকরা ইটপাটকেল ছুড়তে থাকেন।

চন্দ্রামুখী মৌমিতা বাসের চালক আনোয়ার বলেন, ১১টা থেকে পল্লীবিদ্যুতে বসে আছি। সড়ক বন্ধ করে রেখেছে রিকশাচালকরা। যাত্রীরা প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে গেছে। সড়ক ছেড়ে দিলে আমরা ও আমাদের যাত্রীরা বাঁচে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মহাসড়ক অবরোধের ব্যাপারে আশুলিয়া থানা পুলিশসহ আমাদের টিম কাজ করতেছে। আশা করি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

তবে বিক্ষোভকারী রিকশাচালকরা বলছেন, সড়ক আছে যেখানে রিকশা চলবে সেখানে। তবে মহাসড়কে রিকশা চলার নিয়ম নেই। আর যদি চলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মামলার জরিমানা পরিশোধ করতে হবে। এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, হাইকোর্টের সিদ্ধান্ত।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments