26.3 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজবাড়ীউজানচর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল হতে স্কুল ব্যাগ বিতরণ

উজানচর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল হতে স্কুল ব্যাগ বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল হতে ইউনিয়নের অন্তর্ভুক্ত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮জুন) দুপুরে উজানচরের সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিডিউট বিদ্যালয়ের শ্রেণীকক্ষে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের এই স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

জানা যায়, পর্যায়ক্রমে উজানচর ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে এই স্কুল ব্যাগ বিতরণ করা হবে।

এর মধ্যে আজ বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিডিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮১ জন ছাত্র-ছাত্রীর মাঝে এ ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুলব্যাগ বিতরণ করেন, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুর রহমান শেখ। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা ফ্যাসিলিটেটর (এলজিএসপি-৩)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. জাকির হোসেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিডিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরিফা আক্তার, উজানচর ইউপি সচিব মোঃ ইব্রাহীম সরদার ও ইউপি সদস্যসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র/ছাত্রীবৃন্দ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments