28.2 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগশিক্ষক উৎপল হত্যাকান্ডঃ জিতুর বাবাকে ৫ দিনের রিমান্ড

শিক্ষক উৎপল হত্যাকান্ডঃ জিতুর বাবাকে ৫ দিনের রিমান্ড

বিশেষ প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত স্কুলছাত্রের বাবা উজ্জ্বলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে প্রিজনভ্যানে করে গ্রেপ্তার উজ্জ্বল হাজীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। এ মামলার প্রধান আসামি উজ্জ্বল হাজীর ছেলে জিতু পলাতক রয়েছে। তিনি ঘন ঘন স্থান পরিবর্তন করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান মিয়া বলেন, বিকেল ৪ টায় আদালতের শুনানি শুরু হয়। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক শেখ মুজাহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি জিতুর বাবা উজ্জ্বল হাজিকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ।

প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করে তারই এক ছাত্র। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় রোববার (২৬ জুন) আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন। এর পর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments