27.6 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeঅপরাধআশুলিয়ার শিক্ষক হত্যা অভিযুক্ত শিক্ষার্থীর বাবা কুষ্টিয়া থেকে আটক

আশুলিয়ার শিক্ষক হত্যা অভিযুক্ত শিক্ষার্থীর বাবা কুষ্টিয়া থেকে আটক

সাভার, ঢাকা-সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীর স্ট্যাম্পের আঘাতে শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) নিহতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর জিতুর বাবা উজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ।

আজ (২৯জুন) বুধবার ভোর রাতে কুষ্টিয়া থেকে তাকে আটক করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা যায় নি। তাকে পালাতে সহায়তার জন্য তার বাবা উজ্জল হোসেন কে রাতে কুষ্টিয়া থেকে আটক করা হয়েছে।

উজ্জল হোসেন কি মামলার আসামী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আমাদের কাছে মনে হচ্ছে তার(উজ্জল) প্রশ্রয়েই ওই শিক্ষার্থী শিক্ষককে আঘাত করেছিল।

এছাড়া তিনি তার ছেলেকে পালাতে সাহায্য করছেন। তাকে মামলায় আসামি করা হবে।

উলেখ্য গত শনিবার (২৫ জুন) দুপুর ২ টার দিকে হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষক উৎপল সরকারকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করে ১০ শ্রেনীর শিক্ষার্থী জিতু ।

পরে এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুন মারা যান।

শিক্ষককে মারধরের পর ওই শিক্ষার্থী স্কুলের পেছনের মাঠে স্ট্যাম্প হাতে ঘুরছিলেন। কয়েকজন স্থানীয় তাকে আটক করলে ওই শিক্ষার্থীর বাবা উজ্জল হোসেন তাকে ছাড়িয়ে নেয়।

এদিকে অভিযু্ক্ত শিক্ষার্থী ১০ শ্রেনীর ছাত্র হলেও তার জন্ম সনদ অনুযায়ী বয়স ১৯ বলে দাবি করেছেন শিক্ষকরা। তবে মামলায় ওই শিক্ষার্থীর বয়স ১৬ দেখানো হয়েছে।

উক্ত ঘটনার পর থেকে হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্র জিতুর গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments