32 C
Rajbari
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeরাজবাড়ীগোয়ালন্দে বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের সনদপত্র বিতরণ

গোয়ালন্দে বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের সনদপত্র বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ
‘‘প্রশিক্ষণ নিন,আত্নকর্মী হউন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের সমাপনীতে সনদপত্র বিতরণ করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দুই মাস মেয়াদী ৪০ জন প্রশিক্ষণার্থিদের মাঝে কোর্সের সনদপত্র বিতরণ করা হয়।

সনদপত্র বিতরণে উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারি কমিশনার ভূমি আশরাফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments