34.1 C
Rajbari
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজবাড়ীপদ্মায় জেলের জালে ধরা পড়ল বিশাল এক বাগাইড় মাছ

পদ্মায় জেলের জালে ধরা পড়ল বিশাল এক বাগাইড় মাছ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ প্রতিনিধি 
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে আবারও ধরা পড়লো ২৪ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ।
১৮ জুলাই (সোমবার) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে জেলে জয়নাল হলদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটিকে বিক্রির জন্য স্থানীয় দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের আড়তে নিয়ে আসলে মাছটিকে একনজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।
মাছটি বিক্রয়ের জন‍্য দৌলতদিয়ার মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে উন্মুক্ত ডাকের মাধ্যমে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধীকারী শাহজাহান মিয়া সম্রাট।
আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট বলেন, পদ্মা নদীর পানি কিছুটা কমতে থাকার কারণে এখন বড় বড় মাছগুলো খাবারের সন্ধানে নদীর কিনারায় আসছে। এতে মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। সোমবার সকালে জয়নাল হলদারের জালে ধরা পরা প্রায় ২৫ কেজি ওজনের বাগাইড় মাছটি ১ হাজার একশত টাকা কেজি দরে মোট ২৭ হাজার টাকায় কিনে নিই।
তিনি আরও জানান, মাছটিকে আপাতত ঘাটের পল্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে। সেই সাথে ঢাকার ব্যবসায়ীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা চলছে। একটু বেশি দাম পেলেই মাছটি বিক্রি করা হবে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, বর্তমানে পদ্মায় অন্যান্য মাছ কম থাকলেও বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments