27.8 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজবাড়ীগোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচন সচ্ছতার দাবিতে ডিসি’র নিকট আবেদন

গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচন সচ্ছতার দাবিতে ডিসি’র নিকট আবেদন

 


স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ ১৮ বছর পর সোমবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন। এ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রতিটি বুথে একজন করে পোলিং এজেন্ট নিয়োগের দাবি জানিয়েছেন সভাপতি প্রার্থী মোশারফ আহমেদ।

এছাড়া তিনি সুষ্ঠভাবে ভোট গ্রহনের জন্য নিরপেক্ষ ব্যাক্তিকে প্রিজাইডিং অফিসার নিয়োগের দাবি জানিয়েছেন।

রাজবাড়ী জেলা প্রশাসকের নিকট দেয়া আবেদনে সভাপতি প্রার্থী মোশারফ আহমেদ জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুচ্ছেদ ২২ এর দফা (১) বিধান ভঙ্গ করে প্রতিটি ভোট কক্ষে আমাকে একজন করে পোলিং এজেন্ট দিতে দেয়া হচ্ছে না।

এছাড়া নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে সু-সম্পর্ক যুক্ত ব্যাক্তিবর্গকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন। এতেকরে দীর্ঘ দিনের কাঙ্খিত নির্বাচন প্রশ্নবিদ্ধ ও পক্ষপাতুষ্ট হবে বলে তিনি মনে করেন। নিজস্ব পোলিং এজেন্ট না থাকায় স্বচ্ছ ভোট নিয়ে আশংকা প্রকাশ করেন তিনি।

তবে নির্বাচনের প্রধান কমিশনার সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার জানান, একজন প্রার্থীর আবেদনের পেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও আমাকে ডেকে নিয়েছিলেন। সে ব্যবস্থাপনায় নির্বাচন সম্পন্ন হচ্ছে তা বহাল রেখে তিনি গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে অতিরিক্ত প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, এই নির্বাচনে ১৮ টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১ হাজার ৯৯৯ জন। এতে সভাপতি পদে মোশারফ হোসেন (প্রতিক ছাতা), মোঃ সিদ্দিক মিয়া (প্রতিক চেয়ার), সাধারণ সম্পাদক পদে গোলাম মাহবুবুর রাব্বানী (প্রতিক মোরগ), মোঃ খোকন শেখ (প্রতিক মাছ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments