41.3 C
Rajbari
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeরাজবাড়ীবর্তমান সরকার নানামুখী চাপে দিশেহারা হয়ে পড়েছেন - শামা ওবায়েদ

বর্তমান সরকার নানামুখী চাপে দিশেহারা হয়ে পড়েছেন – শামা ওবায়েদ

জেলা প্রতিনিধিঃ সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খ্যাতে অব্যবস্থাপনার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩১ জুলাই) বিকালে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে ও জেলা বিএনপি সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী খান বাবুর সভাপতিত্বে ও
যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় বিক্ষোভে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিক্ষোভে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে জনগণের বলেছিল দেশের মানুষকে ১০ টাকা কেজি দরে চাউল খাওয়াবে। সেই চাউল এখন প্রতি কেজি ৭০ টাকা। সারা দেশে ভয়াবহ লোডশেডিং চলছে। দিন-রাত মিলে ৫-৭ ঘন্টা বিদ্যুৎ থাকে। ঘরে মানুষ মোমবাতি ও হেরিকেন নিয়ে বসে থাকে। এ সরকার কোটি কোটি টাকা বিদ্যুৎ খ্যাতে দূর্ণীতি করেছে।

বাংলাদেশে মুক্তিযুদ্ধের ধারক ও বাহক হিসাবে সাধারণ মানুষের কাছে বিএনপি দলটি পরিচিত। সেই সংগঠনকে এই সৈরাচারী সরকার দমন করতে চায়। বর্তমান সরকার নানামুখী চাপে দিশেহারা হয়ে পড়েছেন। গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে। আমাদের লড়াই হবে রাজপথে। টেক বেক বাংলাদেশ। বাংলাদেশকে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম ঝন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক মো. আরিফুল ইসলাম রোমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments