34.9 C
Rajbari
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeরাজবাড়ীগোয়ালন্দ উপজেলা প্রকৌশলীকে দুষলেন এমপি কেরামত আলী-মাদকমুক্তির ঘোষনা

গোয়ালন্দ উপজেলা প্রকৌশলীকে দুষলেন এমপি কেরামত আলী-মাদকমুক্তির ঘোষনা

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) 
“আপনাকে অনেক ভালো মানুষ মনে করতাম। কিন্তু আপনি তা নন।আপনার বদলি ঠেকালাম।কিন্তু আপনি ঠিকমতো কাজ করছেন না।আপনি কাজে গতি আনুন। যে সকল ঠিকাদার ঠিকমতো কাজ করছেন না, দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ ফেলে রেখে জনগণের ভোগান্তি সৃষ্টি করছে তাদের তালিকা করুন। তাদের সঙ্গে দ্রুত বসার ব্যবস্থা করুন। কিন্তু আপনি এতদিনেও তা করেন নি।”
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী মঙ্গলবার (৩০ আগষ্ট) গোয়ালন্দ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা প্রকৌশলী মোঃ বজলুর রহমানকে উদ্দেশ্যে করে উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় আইনশৃঙ্খলা কমিটির কয়েকজন সদস্যের অভিযোগের প্রেক্ষিতে সংসদ সদস্য বলেন, “উপজেলার দৌলতদিয়া ইউনিয়নকে আমি ইতিপূর্বে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু সেটা অদ্যাবধি সম্ভব হয়নি। তিনি সভায় উপস্হিত গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারকে উদ্দেশ্য করে বলেন, আপনি আরো সিরিয়াসলি কাজ করুন। কারা ঘাটে বিয়ার,বাংলা মদ ও অন্যান্য মাদক বিক্রি করে তাদের তালিকা তৈরী করুন এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিন। সরকার আপনাকে অস্ত্র দিয়েছে। নিয়মিত অভিযান চালালে কি করে মাদক থাকে? যৌনপল্লিতে রমরমা বিয়ারের ব্যবসা চলে। একটি বিয়ার ৪’শ টাকায় কিনে হাজার টাকায় বিক্রি হয়। এ ব্যাপারে উপজেলা প্রশাসনই বা কি ভুমিকা রাখছে?দৌলতদিয়াকে মাদকমুক্ত করতে পারলে পুরো গোয়ালন্দ উপজেলা থেকে মাদক দূর হবে এবং এর জন্য প্রয়োজনে তিনি নিজে মাঠে নামার ঘোষনা দেন।”
এ সময় উপজেলা প্রকৌশলী এবং ওসি তাদের সপক্ষে বক্তব্য তুলে ধরেন এবং আরো সিরিয়াসলি তাদের দায়িত্ব পালনের কথা বলেন।
সভায় গোয়ালন্দ বাজার এলাকা হতে বাংলা মদের দোকান স্থানান্তর, অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে নদী,  খালবিল ও পুকুর হতে মাটি ও বালি উত্তোলন, সাংবাদিক নামধারীদের দৌরাত্ম বৃদ্ধি, চুরি-ছিনতাই বন্ধ করাসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।
গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিনার (ভূমি) আশরাফুর রহমান, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments