30.7 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeঅপরাধস্বামী-স্ত্রী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্বামী-স্ত্রী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শিল্পাঞ্চল প্রতিনিধি, সাভার (ঢাকা):

সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রী সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ৬ গাঁজা ও ৩০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।

এর আগে বুধবার (৩১ আগস্ট) ভোরে আমিনবাজারের পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক হলো- লক্ষীপুর জেলার রায়পুর থানার চরবংশী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মোঃ মাসুদ (৪৫), বরিশাল জেলার মুলাদী থানার লক্ষীপৃর এলাকার মৃত কাশেমের মেয়ে মোসাঃ রিনা (৩৬) ও সাভার থানাধীন আমিন বাজারের বড়দেশী পশ্চিমপাগা এলাকার মৃত শামসুদ্দীননের ছেলে জাহিদ ওরফে লেটকা (২৪)। এদের মধ্যে মাসুদ ও রিনা স্বামী-স্ত্রী এবং তারা আমিনবাজারের হজবুলাহর বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানাতে আমিনবাজারের শিবপুর ব্রীজের পার্শ্ববর্তী হজবুলাহর বাড়িতে কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাসুদ ও রিনা নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের নিকট হতে ২ কেজি গাঁজা ও ৩০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

এর কিছুক্ষন পরে গোপন সংবাদের ভিত্তিতে পরে শিবপুর ব্রীজের পার্শ্ববর্তী বেগুনবাড়ি রায়হান ভিলা থেকে জাহিদ ওরফে লেটকা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে ৪ টি পলিথিনে থাকা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটকরা র্দীঘদিন ধরে বিভিন্ন এলাকা হতে পাইকারি মূল্যে গাঁজা ও হেরোইন সহ নেশা জাতীয় মাদক দ্রব্য ক্রয় করে আমিনবাজার সহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

এ ব্যাপারে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ দৈনিক দেশবাংলাকে বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments