27.9 C
Rajbari
সোমবার, মার্চ ২৭, ২০২৩
Homeজাতীয়চট্টগ্রাম বিভাগকর্ণফুলীতে ফের বন্য হাতির আক্রমণে দুই গার্মেন্টস শ্রমিক আহত

কর্ণফুলীতে ফের বন্য হাতির আক্রমণে দুই গার্মেন্টস শ্রমিক আহত

চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারা-কর্ণফুলীতে বন্যহাতি-মানুষের দ্বন্দ্ব কমছেই না।এতে দুই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষদের আতঙ্কে ঘুম নেই। নিজেদের জান-মাল রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। ঢাকঢোল পিটিয়ে, পটকা ফুটিয়ে আর মশাল জ্বালিয়ে ঠেকানো যাচ্ছে না হাতির তাণ্ডব।

আজ (৮ ফেব্রুয়ারী) ফের কর্ণফুলীতে বন্য হাতির তাণ্ডবে গার্মেন্টস শ্রমিক মো. এনাম (২২) ও সজিব (২০) গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী ) ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী বড়উঠান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভক্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করছেন বড়উঠান ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন।

মো. এনাম একই ওয়ার্ডের খোট্টা পাড়া গ্রামের আবদুর সবুরের ছেলে ও সজীব ভক্তপাড়া এলাকার ননি গোপালের ছেলে। তাঁরা দুইজনেই আনোয়ারা কোরিয়ান ইপিজেডে চাকরিরত।

স্হানীয়রা জানান, ভোরে বাড়ির পাশে হাঁটার সময় বন্য হাতি তাদের আক্রমণ করে। তখন এনামের সঙ্গে থাকা সজীব কোনো রকমে দৌঁড়ে নিরাপদ স্থানে চলে গেলেও হাতির কবলে পড়েন এনাম।

এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে এনামের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

জানা যায় বেশ কয়েক বছর ধরে বন্য হাতির একটি দল কেপিজেড এলাকায় প্রবেশ করেছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলী উপজেলায় প্রতিনিয়তই হাতির উপদ্রব দেখা যায়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments