36 C
Rajbari
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeজাতীয়আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

সাভার (ঢাকা)

সাভারের আশুলিয়ায় জনরন নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। এতে প্রথমের দিকে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলেও পুলিশের প্রচেষ্ঠায় যানচলাচল স্বাভাবিক করা হয় ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-ইপিজেড সড়কের নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে জনরন সোয়েটারে শ্রমিকরা৷ প্রতিবেদনটি লিখা পর্যন্ত সড়কের নিশ্চিন্তপুরে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা৷

শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও কারখানার কিছু কর্মকর্তাকে ছাঁটাইয়ের দাবি করে আসচ্ছিলো শ্রমিকরা।

গতকাল (১০ অক্টোবর) বিকাল থেকে কারখানার ভেতরে আন্দোলন করতে থাকে তারা। এসময় বহিরাগত মোটরসাইকেল বাহিনী এসে শ্রমিকদের উপর হঠাৎ আক্রমন করে কয়েকজন শ্রমিককে গুরুত্বর আহত করে। পরে আজ সকালে প্রথমে জামগড়া পরে নিশ্চিন্তপুরের সড়ক অবরোধ করে আন্দোলন করে তারা।

হামলার শিকার জনরন সোয়েটারেট অটো নিটিং অপারেটর আব্দুস সাত্তার বলেন আমি গত সন্ধ্যায় ফ্লোরে কাজ করতেছিলাম এমন হঠাৎ বহিরাগত কিছু লোকজন এসে অর্তকিত হামলা চালাই শ্রমিকদের উপর এতে আমিসহ অনেকেই আঘাত প্রাপ্ত হই। কোন মতে জান নিয়ে পালিয়ে আসি।

এ বিষয়ে কারখানাটির সিকিউরিটি সুপার ভাইজার আরিফ হাসান বলেন, গতকাল থেকে কারখানায় ঝামেলা হচ্ছে। এখনো শ্রমিকরা কারখানার সামনে বসে আন্দোলন করছে। এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। আমাদের উর্ধতন সব কর্মকর্তারা এখন ব্যস্ত রয়েছে৷

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বলেন, শ্রমিকদের ভেতর কিছু সমস্যা হয়েছে। একারণে তারা রাস্তায় নামতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে৷ এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের কয়েকটি টিম ঘটনা স্থলে আছে৷ যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments