28.5 C
Rajbari
সোমবার, এপ্রিল ১৫, ২০২৪
Homeরাজবাড়ীগোয়ালন্দে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্টিত

গোয়ালন্দে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্টিত

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বেলা ১১টায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা ট্রেনিং অফিসার জেলা প্রাণীসম্পদ দপ্তর ডাঃ মোঃ নুরুল ইসলাম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পার্বতী পাল, জেলা ও উপজেলা পোল্ট্রি মালিক এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. আঃ রহমান প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান ও প্রাণিসম্পদ সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, প্রাণিসম্পদের খামার পরিবার ও দেশের আমিষের ঘাটতি পূরণ করে। পাশাপাশি গৃহিনী, বেকার, অবসরপ্রাপ্তরা বাড়ির আঙ্গিনায় স্বল্প পরিসরে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করতে পারে। দেশের অর্থনীতির উন্নয়নে অংশগ্রহণ করতে পারে।

এ সময় বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, গরু, ছাগল, পালিত কুকুর, বিড়াল, খোরগোশ, ঔষধ,খাদ্য, চিকিৎসার উপকরণসহ নানা ধরনের উপকরণ মেলায় প্রদর্শনী করা হয়।

দুপুর ১টার দিকে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী খামারিদের ৪ ক্যাটাগরিতে ৩টা করে মোট ১২টা পুরষ্কার দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল।

তিনি আরো জানান, অংশ গ্রহণকারী সকলকেই শান্তনা পুরষ্কার দেওয়া হবে।

অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments