41.9 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজবাড়ীগোয়ালন্দে শ্রদ্ধা আর ভালবাসার সাথে শহীদদের স্মরণ

গোয়ালন্দে শ্রদ্ধা আর ভালবাসার সাথে শহীদদের স্মরণ

বিশেষ প্রতিনিধিঃ আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শ্রদ্ধা আর ভালবাসায় বায়ান্নোর ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার সাথে স্বরণ করেছেন গোয়ালন্দ উপজেলাবাসী।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে।

অন্যদিকে দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ হলরুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা শেষে উপজেলা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে কুইজ, বিতর্ক, আবৃত্তি, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান এর সভাপত্বিতে ওসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনিসহ জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতাসহ সুধিসমাজের প্রতিনিধি প্রমুখ।

অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments