29 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeজাতীয়চট্টগ্রাম বিভাগচট্টগ্রামে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রামে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষ।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান।

প্রত্যক্ষদর্শীরা জানান ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র প্রথমে দুই গ্রুপের জুনিয়রদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে জড়ানো একটি পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং অপরপক্ষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে জানা যায়।

এ সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওসি ফেরদৌস জানান মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্যাম্পাসে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত কয়েকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments