34.4 C
Rajbari
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজবাড়ীদৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষারত ট্রাকের দীর্ঘ সারি।

দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষারত ট্রাকের দীর্ঘ সারি।

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ প্রতিনিধি 
রাজবাড়ী জেলার দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকেসহ যাত্রীবাহী গাড়ীর দীর্ঘ সারি তৈরি হয়েছে।
গত কয়েকদিন যাবত এর কোনো পরিবর্তন নেই। ঘণ্টার পর ঘণ্টা নদী পারাপারের অপেক্ষায় রয়েছে এসব পণ্যবাহী ট্রাক। এতে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন চালকসহ যাত্রীরা।
৪মার্চ শনিবার সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এর মধ্যে পণ্যবাহি ট্রাকের সংখ্যাই বেশি।
এদিকে যাত্রীবাহি যানবাহন ও পঁচনশীল পণ্যবাহি ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপঁচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।
দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা  মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন নদী পাড়ের অপেক্ষা করছে।
এ প্রসঙ্গে (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, ঘাটে ছোট গাড়ি ও যাত্রীবাহী যানবাহন পরাপার চলমান রয়েছে। তবে কিছু পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। যা দ্রুত কমে আসবে।এ রুটে ছোট বড় মিলে বর্তমানে ১৯টি ফেরি চলাচল করছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments