41.9 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগতৃতীয় লিঙ্গের মানুষদের কর্মমূখী করতে উত্তরণ ফাউন্ডেশন উদ্যোগে বিউটি পার্লার

তৃতীয় লিঙ্গের মানুষদের কর্মমূখী করতে উত্তরণ ফাউন্ডেশন উদ্যোগে বিউটি পার্লার

শিল্পনগরী আশুলিয়ার ডেন্ডাবরে ও নিরিবিলি নামক এলাকায় উত্তরণ ফাউন্ডেশন এর উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষদের স্বাবলম্বী ও কর্মমুখী করে তুলতে ২টি বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮মার্চ) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার এই পার্লার দুটির উদ্বোধন করেন।

এসময় ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, তৃতীয় লিঙ্গের জনগণকে স্বাবলম্বী করে তুলতে উত্তরণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ আশুলিয়ায় দুটি পার্লারের উদ্বোধন করা হয়েছে। এধরনের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগণ কর্মমুখী হবে এবং দেশের জিডিপিতে তাদেরও ভূমিকা থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্ভোদনকালে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম জিয়া, ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. রমজান আলী, হিজড়া সম্প্রদায়ের নেতা গুরু অনন্যা বণিক প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments