
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মুজিব স্মৃতি সংসদ কতৃক আয়োজিত আব্দুল গণি মন্ডল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের দুই দল চূড়ান্ত হয়েছে।
৭ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩ টায় দৌলতদিয়া ইউপি সংলগ্ন হেলিপোর্ট মাঠে ২৪ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টটি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতদিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও মুজিব স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
ফাইনালে উত্তীর্ণ দুটি দল হলো মাশরাফি ফ্যান্স একাদশ ও শিরোনামহীন একাদশ।
টুর্নামেন্টের আহবায়ক শামীম রিজভী বলেন, পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় আপাতত ফাইনাল খেলা পরিচালনা সম্ভব না হওয়াই পবিত্র ঈদুল ফিতরের শেষে ফাইনাল খেলা পরিচালনা করা হবে।