41.9 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজবাড়ীঘরমুখো মানুষ কারো দ্বারা হয়রানি হলে তার ঈদ হবে জেলখানায় -এসপি

ঘরমুখো মানুষ কারো দ্বারা হয়রানি হলে তার ঈদ হবে জেলখানায় -এসপি

শামীম শেখঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাট দিয়ে দক্ষিণাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য আমরা সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতার সাথে কাজ করছি । এর উপর আমাদের জেলার সুনাম জড়িত।

ঈদে এখানে থাকবে না কোন দালাল , মলমপার্টি, টানাপার্টি।কোন যাত্রীকে কেউ হয়রানি করলে বা কারো কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে তার ঈদ হবে জেলখানায়। সে যেই হোক,যত বড় মানুষই হোক। আমরা যাত্রীদের সেবার জন্য কয়েকস্তরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছি।

বুধবার বিকালে দৌলতদিয়া ঘাট টার্মিনালে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান এসব কথা বলেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ। পরে পারের অপেক্ষায় থাকা যানবাহন চালকদের মাঝে পুলিশ সুপার ইফতার বিতরণ করেন।

পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিবিঘ্নে পারাপার হয়ে বাড়ী ফিরতে পারে তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, আজ (বুধবার) রাত ১২ টার পর থেকে অপচনশীল পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার থেকে ঘাটে পারের অপেক্ষায় কোন যানবাহনের সারি দেখতে চাই না। কোন চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments