27.9 C
Rajbari
বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগমানিকগঞ্জ দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ১৫

মানিকগঞ্জ দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ১৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলায় ভাটভাউর এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহন ও জননী পরিবহনের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এতে বাসের আনুমানিক ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।

রোববার (৮ মে) দুপুরে পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটভাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে পাটুরিয়াগামী জননী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বাদশা মোল্লা  নামে এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।

এ ছাড়া গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেলেও বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments