30.8 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজবাড়ীদৌলতদিয়া ফেরী ঘাটে ১০ কিলোমিটার যান জট

দৌলতদিয়া ফেরী ঘাটে ১০ কিলোমিটার যান জট

বিশেষ প্রতিনিধিঃ ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গতকাল শনিবার ভোর থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া প্রান্তে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী ও যানবাহনের সংখ্যা।

সরজমিনে আজ রবিবার (৮মে) দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে খানখানাপুর ছোট ব্রিজ পর্যন্ত বাস ও ট্রাকের ১১ কিলোমিটার এলাকাজুড়ে সারি তৈরি হয়েছে। এতে নদী পারের অপেক্ষায় প্রায় কয়েক হাজার যানবাহন সিরিয়ালে অপেক্ষা করছে। এদিকে ঘাটের ওপর চাপ কমাতে গোয়ালন্দ বাসষ্টন্ড থেকে ব্যাক্তিগত গাড়ি প্রাইভেটকার ও মাইক্রোবাস গুলোকে ঘুড়িয়ে দিয়ে উজানচর হয়ে চর দৌলতদিয়া দিয়ে ফেরিঘাটে যাচ্ছে।

এদিকে সকাল ১০টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে। পর্যাপ্ত লঞ্চ থাকায় সেখানে তেমন কোনো ভোগান্তি হয়নি। তবে ধারণক্ষমতার বেশি যাত্রী পারাপার করা হচ্ছে বলে অনেক যাত্রীই অভিযোগ করেন।

অপরদিকে দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুনে দেখা যায়, ভেঙ্গে ভেঙ্গে আসা বহু যাত্রী ফেরিতে পদ্মা নদী পার হয়ে গন্তব্যে ফিরছেন।

শ্যামনগর থেকে আসা যাত্রীবাহী পরিবহন চালক তারেক বলেন, শনিবার রাত ১২ টার দিকে ঘাটে এসেছি। ১২ ঘন্টা পার হয়ে গেলো এখনো ফেরি ঘাটে যেতে পারিনি।সারা রাত জেগে ছিলাম। একটু একটু করে বাস টানতে হয়েছে। মনে হচ্ছে আরো ২-৩ ঘন্টা লাগবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, এই ঈদে যানবাহন ও যাত্রী পারাপার করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২১টি ফেরি চলাচল করছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments