34.6 C
Rajbari
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeরাজবাড়ীগোয়ালন্দে দিনদুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই

গোয়ালন্দে দিনদুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই

বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যবসায়ীকে মারধর করে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ওয়াজেদ শেখ (৪৫)। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কদতলী গ্রামের বাসিন্দা ও মৌলভী বাজারের মুদি ব্যবসায়ী।

অভিযুক্তদের নাম স্থানীয় ভাগলপুর গ্রামের নিকবার খার ছেলে মো. সোহেল খা (৩০), সিদ্দিক শেখের ছেলে সুমন শেখ (২৬) ও অপর এক সহযোগী মিলে তাকে মারধর করে পাঞ্জাবি ছিড়ে পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়।

ব্যবসায়ী ওয়াজেদ শেখ অভিযোগে বলেন, শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে মৌলভী বাজার থেকে দোকান বন্ধ করে দিয়ে স্থানীয় স্বরুপার চক জামে মসজিদে নামাজের উদ্দেশ্যে বের হন।

সেখানে জুম্মার নামাজ আদায় করে তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। খানখানপুর সাপ্তাহিক হাট থাকায় পাইকারী মহাজনকে টাকা দিতেই তিনি প্রস্তুতি নিয়ে বের হন।

পথিমধ্যে ভাগলপুর তিন রাস্তার মোড় বটতলা এলাকায় রিক্সায় পৌছা মাত্র রাস্তার গতিরোধ করে সোহেল ও সুমন সহ অপর সহকারী। এসময় তারা তাকে রিক্সা থেকে টেনে হিঁচরে নামিয়ে কাছে থাকা টাকা দিয়ে দিতে বলেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে কাঠের চলা দিয়ে মারপিট ও কিলঘুষি মেরে ফেলে দেয়।

পড়নের পাঞ্জাবি ছিড়ে ফেলে পকেটে থাকা নগদ ৪৫ হাজার ৩০০ টাকা কেড়ে নেয়। চিৎকার করলে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মনিরুল মিয়া বলেন, তার মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের ধরতে এলাকায় অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি। লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলা রুজু করা হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments