28.7 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeরাজবাড়ীশিক্ষক হত্যা ও লাঞ্চিত করার প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচী

শিক্ষক হত্যা ও লাঞ্চিত করার প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচী

 

বিশেষ প্রতিনিধিঃ ঢাকার সাভারের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ রবিবার (৩ জুলাই) দুপুর ১২টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৌরসভার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে গোয়ালন্দ উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

গোয়ালন্দ উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যাক্ষ আঃ কাদের শেখ।

মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যাক্ষ আঃ হালিম তালুকদার, আঃ হালিম মিয়া কলেজের অধ্যাক্ষ বিলকিস আক্তার, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট এর প্রধান শিক্ষিকা আরিফা আক্তারসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। আজ শিক্ষকদের হত্যা ও লাঞ্ছিত করা হচ্ছে। এ ক্ষেত্রে আইন রক্ষাকারী বাহিনী (পুলিশ) নীরব ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দোষীদের দ্রুত আইনের অধীনে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

তারা আরো বলেন, একজন অধ্যক্ষকে পুলিশের সামনেই জুতার মালা পরানো হয়েছে। আবার একজন ছাত্র শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। মানুষ গড়ার কারিগরদের এমন অবস্থা হলে একটা জাতি কখনও এগিয়ে যেতে পারবে না। তাই জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments