38.2 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজবাড়ীউজানচর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত

উজানচর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত

বিশেষ প্রতিনিধিঃ “শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জামতলা বাজারে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত হয়েছে।

রবিবার (৩ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা বাজারে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধার সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

সমাবেশে বক্তব্য রাখেন, উজারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, জামতলা বাজার পরিষদের সভাপতি ডাঃ কোবাদ হোসেনসহ উজানচর ইউপি’র সদস্যবৃন্দ।

সভা সঞ্চালনা করেন, বিলায়েত হোসেন বিলু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আসন্ন ঈদুল আযহার সামনে গ্রামঞ্চালে পুলিশি টহল জোরদার করা হবে। তাছাড়া গ্রামঞ্চালের প্রতিটি বাজারে নাইট গার্ট রাখতে হবে।

এছাড়াও তিনি আরো বলেন, দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে বিট পুলিশিংয়ের কোন বিকল্প নেই। তাই সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ সকল অনৈতিক কর্মকান্ড- নির্মূল করতে পুলিশ সক্ষম হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments