34.4 C
Rajbari
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগআশুলিয়ায় পোশাক শ্রমিককে ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়ে হত্যা 

আশুলিয়ায় পোশাক শ্রমিককে ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়ে হত্যা 

নিহত পোশাক শ্রমিক রাকিবুল ইসলাম উজ্জল
বিশেষ প্রতিনিধিঃ ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে রড দিয়ে নির্মম ভাবে পেটানো রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪) নামে এক পোশাকশ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৪ জুলাই) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের কর্মকর্তা ইউসুফ আলী।
গত শুক্রবার (১ জুলাই) আশুলিয়ার ভাদাইলের মধ্যপাড়া এলাকায় উজ্জলকে বেদম ভাবে রড দিয়ে পেটানোর হয়েছে বলে জানা যায় ।
এ ঘটনায় সেদিনই আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার।
উজ্জ্বল বগুড়ার সাড়িয়াকান্দি থানার চন্দনবাইশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নতুন ইপিজেডে ‘প্যাকজার বাংলাদেশ লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় কাজ করতো উজ্জল ।
উজ্জ্বলের মামাতো ভাই সজিব বলেন, বেশ কয়েকদিন আগে বন্ধু গোলাম রাব্বানীর সঙ্গে মেয়ে সংগঠিত একটি ঘটনায় উজ্জ্বলের সঙ্গে মারামারি হয় জুয়েল নামে এক ছেলের। সেই ঘটনায় শুক্রবার রাতে জুয়েল উজ্জ্বলকে ফোন করে বাসার পাশে ডেকে নিয়ে যান।
সেখানে আগে থেকেই পাঁচ থেকে সাতজন ছিলেন। উজ্জ্বল সেখান থেকে চলে আসার সময় জুয়েল তার হাত ধরে টেনে নিয়ে মাটিতে ফেলে সবাই মিলে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। পরে খবর পেয়ে আহত অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে নারী ও শিশু হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যালে নিয়ে যাই।
চিকিৎসাধানী অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে সাভার মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, হাসপাতাল থেকে বিষয়টি জনানো হয়েছে। মরদেহ উদ্ধারে হাসপাতালে যাচ্ছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) রাজু মন্ডল বলেন নিহত উজ্জলের পরিবার যে অভিযোগ করেছিলো তা মামলায় রূপান্তরিত হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments