হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক।
রাজবাড়ীর কোলার হাট থেকে ১২দিন আগে নিখোঁজ রতন সরকারের সন্ধান চায় তার পরিবার। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার একটি জিডি করেছে তার পরিবার।
সোমবার (১১ জুলাই) রাতে সাংবাদিকদের সাথে আলাপ কালে রতনের ভাই কুমারেশ সরকার এ তথ্য জানান।
এর আগে গত ৩০ জুন সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর ইউনিয়নের কোলার হাট থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ রতন সরকার রাজবাড়ী জেলার বসন্তপুরের মহারাজপুর গ্রামের মৃত খীতিশ সরকারের ছেলে ।
নিখোঁজ রতনের ভাই কুমারেশ সরকার বলেন, গত ১২ দিন যাবত আমি আমার ভাইকে খুজে পাচ্ছি না। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি শেষে রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেছি।
তিনি আরো বলেন, যদি কোনো হৃদয় বান ব্যাক্তি তার সন্ধান পান তাহলে আমার সাথে( ০১৭৫৭-৫২২৭৫৪) যোগাযোগ করলে কৃতজ্ঞ থাকবো।