31.3 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeকানাডাটরন্টোর ট্রাক ড্রাইভারদের সমাবেশ থেকে কুকুরের মল নিক্ষেপ

টরন্টোর ট্রাক ড্রাইভারদের সমাবেশ থেকে কুকুরের মল নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট: গতকাল শনিবার টরন্টোর ডাউন টাউনে অবস্হানরত ট্রাক ডাইভারদের সমাবেশ থেকে ৩৪ বছর বয়স্ক এক ব্যক্তি অপর এক ব্যক্তির দিকে কুকুরের বিষ্ঠা (মল) নিক্ষেপ করেছে অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। পুলিশ বলেছে ডাউন টাউনের বেডফোর্ড রোড এবং ব্লুর ষ্ট্রিট ওয়েষ্টে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র নিয়ে দৈহিক আক্রমণের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর কোন পরিস্হিতি তৈরী হয়েছে কিনা তা প্রকাশ করা হয় নি।

উল্লেখ্য যে গনতান্ত্রিক অধিকারের সুযোগ নিয়ে, কোভিড-১৯ এর বিস্তার রোধে সরকার কর্তৃক গৃহীত নানা ধরনের নিষেধাগ্গার বিরুদ্ধে গত দুদিন ধরে টরন্টো ডাউন টাউনে কিছু সংখ্যক ট্রাক ড্রাইভার ও অন্যদের প্রতিবাদ সমাবেশের নামে হর্ণ বাজিয়ে, রাস্তা দখল করে জনজীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে। প্রতিবাদ সমাবেশে উপস্হিত কিছু লোক বলেন, তারা ভ্যাকসিন নেয়া, মাস্ক পরিধান করা এবং অন্যান্য স্বাস্হ্যবিধি মেনে চলতে সরকারের গৃহীত বাধ্যবাধকতাকে পছন্দ করেন না। তারা মনে করেন সরকারী দপ্তরগুলো মহামারী নিয়ন্ত্রণের কাজ সঠিকভাবে পালন করছেন না। সমাবেশ থেকে আরো এক ব্যক্তি গ্রেফতার হলেও একজন পুলিশ অফিসার বলেন, সমাবেশের বেশীরভাগই ছিল শান্তিপুর্ণ। তথ্যসুত্র: সিপি২৪ ডটকম

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments