24 C
Rajbari
সোমবার, মার্চ ২৫, ২০২৪
Homeরাজবাড়ীপদ্মায় জেলের জালে বিপন্ন ঢাই মাছ, ১৭ হাজার টাকা বিক্রি 

পদ্মায় জেলের জালে বিপন্ন ঢাই মাছ, ১৭ হাজার টাকা বিক্রি 

গোয়ালন্দ( রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে চর মজলিশপুর এলাকায় পদ্মা নদীতে  জেলের জালে বিপন্ন প্রজাতির একটি  ঢাঁই  মাছ ধরা পড়েছে।
 বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে পাবনা জেলার আমিনপুর থানার ঢালারচর গ্রামের  জেলে রতন সরকার মাছটি ধরেন। মাছটির ওজন ৫ কেজি।
দুপুরে স্হানীয় কেসমত মোল্লার মৎস্য  আড়তে মাছটি তোলা হলে সর্বোচ্চ ৩ হাজার টাকা কেজি দরে মোট ১৫ হাজার টাকা দিয়ে কিনে নেন মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।
পরে মুঠোফোনে যোগাযোগ করে মাছটি তিনি ৩ হাজার ৪ শত টাকা কেজি দরে ১৭ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো রেজাউল শরীফ বলেন, ঢাই মাছ দেশীয় বিপন্ন প্রজাতির মাছ। কোথাও  কোথাও এটা শিলং নামেও পরিচিত। দেখতে আকর্ষণীয় ও পুষ্টিগুণে অনন্য হওয়ায় দাম অনেক বেশি। এক সময় পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন নদীতে এ মাছ অনেক দেখা যেত।
কিন্তু এখন সচারাচর এই মাছ নদীতে পাওয়া যায় না। এর ওজন ৫/৭ কেজি পর্যন্তই হয়ে থাকে। নদী দূষনের ফলে বর্তমানে ঢাই মাছ হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের জন্য ঢাই মাছ ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments