30.8 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজবাড়ীরাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র সহ রকি হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র সহ রকি হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃরাজবাড়ী সদর উপজেলার আরিফুল ইসলাম রকি (২৭) হত্যা মামলায় এজাহার নামীয় দুই আসামিকে ২ টি বিদেশি আগ্নেয়াস্ত্রে ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(১২ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন,চর খানখানাপুর গ্রামের নজরুল ইসলাম এর ছেলে সোহরাব হোসেন শাওন (২০) ও কুষ্টিয়া জেলার সদর উপজেলার দহকুলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো.ইয়ামিন আলী(২২)।

প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার বলেন,গত শনিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সুরাজমোহনী ইনস্টিটিউট স্কুলের সামনে আরিফুল ইসলাম রকি নামের এক মুরগী ব্যবসায়িকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় রকির বাবা আব্দুর রাজ্জাক শেখ বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মামলার সাথে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহত ২ টি বিদেশি আগ্নেয়াস্ত্রে,৫টি খালি কার্তুজ ও ২ টি কার্তুজের মাথার অংশ উদ্ধার করা হয়।এছাড়াও এঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, মো. শাহনেওয়াজ রাজু, মো. মাঈনউদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান মো. সাইদুজ্জামান।

এর আগে,গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে আরিফুল ইসলাম রকি খানখানাপুর সুরাজমোহনী স্কুলের সামনে একটি কফি সপে বসে কফি খাচ্ছিলেন।এসময় দূর্বৃত্তরা দুইটি মোটরসাইকেলে এসে রকি কে গুলি করে। এসময় রকির মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments