31 C
Rajbari
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeঅপরাধগোয়ালন্দে এলজিইডি'র ভুয়া কর্মকর্তা গ্রেফতার

গোয়ালন্দে এলজিইডি’র ভুয়া কর্মকর্তা গ্রেফতার


চাকরী দেয়ার কথা বলে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে এলজিইডির এক ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এক বেকার যুবককে চাকরী দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে সাড়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত প্রতারকের নাম তৌহিদুল ইসলাম শুভ (২৬)। সে উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

সে সম্প্রতি উজানচরের চর ফকিরাবাদ গ্রামের বেকার যুবক আলম শেখকে (২১) এলজিইডিতে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে সারে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

ভুক্তভোগী আলম শেখের পিতা সিদ্দিক শেখ বাদী হয়ে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) তৌহিদুল ইসলাম শুভ’র বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা (ধারাঃ ১৭০/৪১৯/৪২০/৪০৬ পেনাল কোড) দায়ের করেন। পরে পুলিশ শুভকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তৌহিদুল ইসলাম শুভ নিজেকে এলজিইডির উচ্চপদস্হ কর্মকর্তা বলে আলম শেখকে মিথ্যা কথা বলে। সে আলমকে তার দপ্তরে (এলজিইডি) চাকরী দেয়ার প্রলোভন দেখিয়ে তার পরিবারের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।পরে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

এভাবে সে আরো কয়েকজনের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্হানীয় সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান,মামলার ভিত্তিতে অভিযুক্ত আসামি তৌহিদুল ইসলাম শুভকে গ্রেফতার করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বিষয়টির অনুসন্ধান চলছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments