32 C
Rajbari
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeজাতীয়চট্টগ্রাম বিভাগএকুশের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

চট্টগ্রাম প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২১ ফেব্রুয়ারি) ১২ টা ১ মিনিটে নগরের মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী।

এরপরই চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক।

পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, পিবিআই চট্টগ্রাম মেট্রো, পিবিআই চট্টগ্রাম জেলা, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই চট্টগ্রাম জেলা, পানি উন্নয়ন বোর্ড, রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম জেলা আনসার কমান্ডার, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম কারাগার, পরিবেশ অধিদফতর, পরিচালক -স্বাস্থ্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া চট্টগ্রাম বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments