33.5 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeকানাডাকানাডায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কানাডায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: কানাডার টরন্টোতে নবনির্মিত স্থায়ী শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে প্রবাসীদের ঢল, নানা অনুষ্ঠান। একুশের প্রথম প্রহরে সর্বজনীন একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি, টরন্টো ২০২২ এর উদ্যোগে তিনদিন ব্যাপী আয়োজনমালার গতকাল ২১ শে ফেব্রুয়ারী ছিল শেষ দিন। অনুষ্ঠানের মধ্যে ছিল, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিদের নিয়ে ভাচ্যুয়াল ও শারিরীকভাবে উপস্থিতিতে- একুশ, দেশের গান, কবিতা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে কানাডার ক্রীয়াশীল সংগঠন- খেলাঘর, উদীচী, বাচনিক, অন্যস্বর, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, আলোকধারা, সুকন্যা নৃত্যাঙ্গন, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও বিশিষ্ট শিল্পী, ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। রাত বারটা এক মিনিটে এবং পরদিন সকালে যারা শহীদের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তাদের মধ্যে রয়েছে স্হানীয় এমপি, এমপিপি, সিটি কাউন্সিলর, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডা, বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন অব কানাডা, টরন্টো বাংলা স্কুল, সর্বজনীন একুশে উদযাপন কমিটি, অন্টারিও আওয়ামী লীগ, বিএনপি, খেলাঘর, উদীচী, বাচনিক, অন্যস্বর, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, আলোকধারা, সুকন্যা নৃত্যাঙ্গন, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও ব্যক্তিবর্গ। এছাড়াও কানাডার ম্যানিটোবা, ভ্যান্কুভার, ক্যালগারি সহ অন্যান্য শহরেও ভাবগাম্ভীর্যসহ যথাযোগ্য মর্যাদায় ৫২ এর ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

কানাডার এনআরবি টেলিভিশন রাত ৮টা থেকে একটানা রাত ১২টা পর্যন্ত এ উপলক্ষ্যে আলোচনা, আবৃত্তি শেষে সরাসরি শহীদ মিনার থেকে লাইভ অনুষ্ঠান প্রচার করে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments