41.9 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeকানাডাকানাডার অন্টারিও প্রদেশে গাড়ীর লাইসেন্স প্লেট নবায়নের জন্য আর ফি দিতে হবে...

কানাডার অন্টারিও প্রদেশে গাড়ীর লাইসেন্স প্লেট নবায়নের জন্য আর ফি দিতে হবে না

ডেস্ক রিপোর্ট: কানাডার অন্টারিও প্রদেশের ডাগ ফোর্ডের সরকার গতকাল ২২শে ফেব্রুয়ারী এক ঘোষণায় বলেছে প্রদেশের ৮০ লক্ষ গাড়ীর লাইসেন্স প্লেট নবায়নের জন্য প্রদেশবাসীকে আর কোন ফি দিতে হবে না। এসব গাড়ীর মধ্যে রয়েছে ব্যক্তিগত প্যাসেন্জার গাড়ী, হালকা ট্রাক, মোটর সাইকেল ইত্যাদি। এতদিন সব গাড়ীর লাইসেন্স প্লেট নবায়ন করার জন্য একশত বিশ ডলার ফি দিয়ে একটা ষ্টিকার নিয়ে প্লেটের উপরে লাগিয়ে রাখতে হতো। গত মঙ্গলবার সকালে এক ঘোষণায় প্রদেশের প্রিমিয়ার ফোর্ড বলেন, সাড়ে সাত মিলিয়ন গাড়ীর মালিককে গত দু বছরের আদায়কৃত ফি ফেরত দেয়া হবে এবং তা আগামী মার্চে শুরু হয়ে এপ্রিলের মধ্যে শেষ হবে। তিনি সবাইকে এই ফি ফেরত পেতে সঠিক ঠিকানা আপডেইট করতে অনুরোধ করেন। যদিও ফোর্ড এই ঘোষণার জন্য বিগত দু বছর করোনা মহামারিতে প্রদেশের জনগনের কিছুটা আর্থিক সংকট দুর করতে করছেন বলে দাবী করেছেন কিন্তু তার সমালোচকেরা মনে করছেন আগামী জুন মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচনে জনগনের কিছুটা সহানুভুতি পেতেই তিনি এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকতে পারেন। ডাগ ফোর্ডের ঘোষণা মতে বিগত দু বছরের লাইসেন্স ফি ফেরত দিতে সরকারের এক বিলিয়ন ডলার খরচ হবে। অবশ্য প্রিমিয়ার ফোর্ড বলেছেন, এই টাকা সরকারের নয়, জনগনের টাকা জনগনের পকেটে ফেরত দেয়া হচ্ছে। উল্লেখ্য যে লাইসেন্স প্লেট নবায়নের ফি না লাগলেও লাইসেন্স প্লেট নবায়ন করতে হবে আগের মতই এক বা দুই বছরের জন্য অন্যথায় গাড়ীর ইনসুরেন্স করা যাবে না। আগামী মাসে যাদের লাইসেন্সের মেয়ার উত্তীর্ণ হয়ে যাবে তারা মার্চের ৩১ তারিখ পর্যন্ত বর্ধিত সময়ে তা নবায়ন করতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments