29.5 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগডিইপিজেডে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ডিইপিজেডে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

সাভার আশুলিয়ায় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আশুলিয়ার পুরাতন ডিইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিঃ নামে একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৫০মিনিটে স্টিল শেডের ওই একতলা কারখানায় আগুন লাগার খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস।

পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও তিনটি এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ঢাকা সদর দপ্তর থেকে আরো ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কারখানাটিতে বিভিন্ন পোশাকের লেবেল, স্টিকার, হ্যাংট্যাগ জাতীয় মালামাল তৈরি করা হয়। এছাড়া ওয়্যারহাউজে প্যাকেজিং মালামাল ও কেমিক্যাল ছিল। তিন ঘণ্টার চেষ্টার পর রাত ১০টার দিকে দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায় কারখানার ওয়্যারহাউসে আগুন লাগে। সেখানে প্যাকেজিং ও লেবেল জাতীয় মালামাল ছিল। কারখানা এবং ওয়্যারহাউস একসঙ্গে হওয়ায় দুটিতেই আগুন ছড়িয়ে পড়ে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করেছে। কারখানাটিতে লেবেল, স্টিকার, হ্যাংট্যাগ জাতীয় মালামাল তৈরি করা হতো। কারখানার স্টোর থেকে আগুনের সূত্র। পরে কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। তাদের গোডাউন, অফিস ও কারখানা একসঙ্গেই। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব নয় বলে তিনি জানান।

এ বিষয়ে ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আব্দুস সোবহান বলেন, আজ প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।

প্রতিষ্ঠানটিতে দুই শিফটে ৪০০ জন শ্রমিক কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মূলত তাদের গোডাউন থেকে আগুনের সূত্রপাত।

প্যাকজারের একটি লেবেল তৈরি কারখানা, এটি একটি আমেরিকান কোম্পানি, বিশ্ববিখ্যাত লেবেল তৈরি কোম্পানি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments