30.7 C
Rajbari
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeরাজবাড়ীগোয়ালন্দে কম দামে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ভিড়

গোয়ালন্দে কম দামে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ভিড়

রাজবাড়ীর গোয়ালন্দে কম দামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রাজবাড়ী জেলার কার্ডধারী নিম্নআয়ের ৬৭ হাজার ৩৬৩ পরিবার এ পণ্য পাবে। তবে পণ্য বিক্রির প্রথম দিন ও আজ দ্বিতীয় দিনেও উপকারভোগীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সোমবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য নিতে আসা উপকারভোগীরা গাদাগাদি করে পন্য নিতে দেখা গেছে।

উজানচর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধাসহ ইউপি সদস্যবৃন্দ।

টিসিবির পণ্য নিতে আসা কালাম ফকির বলেন, ‘যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাতে আমাদের মতো মানুষ চরম কষ্টের মধ্যে দিন পার করছে। এখন সরকার যে উদ্যোগ নিয়েছে তা একটি ভালো কাজ। রমজানের আগে কম দামে তেল, চিনি, ডাল কিনতে পেরে অনেকটাই চাপমুক্ত।’

রাজবাড়ী জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার পাঁছ উপজেলা ও তিনটি পৌরসভায় নিম্নআয়ের ৬৭ হাজার ৩৬৩টি ফ্যামিলি কার্ডধারী পরিবার ন্যায্যমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে। তারই অংশ হিসাবে গোয়ালন্দ উপজেলায় ৯হাজার ৬৭৪ জন টিসিবির পণ্য কিনতে পারবেন।

প্রতিকার্ডধারী পরিবার রমজানের আগ পর্যন্ত ৪৬০ টাকা প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। রমজান মাসে ৫৬০ টাকার প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা কেনা যাবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments