31.5 C
Rajbari
রবিবার, এপ্রিল ১৪, ২০২৪
Homeরাজবাড়ীগোয়ালন্দে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো উদ্বোধন

গোয়ালন্দে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো উদ্বোধন

বিশেষ প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) বেলা ১১টায় উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে কৃমির ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে সপ্তাহব্যাপি কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুল হক খান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মো. শরিফ হোসেন, এনটিইপিআই কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলীসহ শিক্ষক-শিক্ষার্থী।

সপ্তাহব্যাপি কার্যক্রমে ৫ বছর ১৬ বছর বয়সের ছেলে মেয়েদের এই কৃমি ট্যবলেট খাওয়ানো হবে। উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ হাজার শিক্ষার্থীদের মাঝে এই কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

ইউএনও আজিজুল হক খান বলেন, আমাদের ভবিষ্যৎ কোমলমতি শিশুদেরকে যদি আমরা সুস্বাস্থ্যবান করে গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের অনেক প্রত্যাশা অপূর্ণ থেকে যাবে, তাই তাদেরকে সুস্বাস্থ্যবান এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দ্বায়িত্ব।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments