38.7 C
Rajbari
সোমবার, এপ্রিল ১৫, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগআশুলিয়া ঘোষবাগ আগুন-ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টা নিয়ন্ত্রণ

আশুলিয়া ঘোষবাগ আগুন-ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টা নিয়ন্ত্রণ

আশুলিয়ার ঘোষবাগ এলাকায় বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার নুরুল ইসলামের ভাড়া বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাত ৯টার সময় আগুনের সূত্রপাত হয়। পরে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তারা। এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনার ১ ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রায় ১৫টি ঘর পুড়ে যায়।

এব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের ডিউটিম্যান সামিনুর রহমান জানান, আমাদের স্টেশন থেকে গাড়ি বের হয় রাত ৯টা ১০ মিনিটে। তবে রাস্তায় যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।

এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান রাজিব বলেন, আগুন এখন নিয়ন্ত্রনে। আমাদের ২টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পানির পর্যাপ্ত যোগান ছিল তাই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তবে রাস্তায় যানজটের কারনে ঘটনাস্থলে পৌঁছাতে ১০টা বাজে। ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে চলে আসে। এখন ডাম্পিং চলছে। কিছুক্ষনের মধ্যেই পুরোপুরি নির্বাপন হবে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায় নি বলেও জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments