28.1 C
Rajbari
রবিবার, মে ৫, ২০২৪
Homeরাজবাড়ীহঠাৎ ঘন কুয়াশায় দেড় ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

হঠাৎ ঘন কুয়াশায় দেড় ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

বিশেষ প্রতিনিধি

হঠাৎ ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ সোমবার

(২১ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

এ সময় উভয় ঘাটে ফেরিগুলো নোঙর করে থাকতে বাধ্য হয়। ফেরি বন্ধের কারণে যানবাহন পারাপার বন্ধ হওয়ায় উভয় ঘাটে শত শত গাড়ি আটকা পড়ে। দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে আটকে থাকা যাত্রী, চালক ও হেলপারদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, হঠাৎ সোমবার ভোর ৫টার দিকে কুয়াশা বাড়তে থাকলে নৌযান চলাচল মারাত্মক বিঘ্নিত হয়। অতিমাত্রায় ঘন কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে দেয়।

এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় একাধিক ফেরি ঝুঁকি নিয়ে দ্রুত ঘাটে পৌঁছায়। কুয়াশার ঘনত্ব কমতে থাকলে সকাল ৭টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ইউটিলিটি ফেরি শাপলা শালুক পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সরেজমিনে দেখা যায়, ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক’শ গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। এর মধ্যে যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়ি, কাভার্ড ভ্যানসহ ব্যক্তিগত গাড়ি রয়েছে।

দীর্ঘক্ষণ আটকে থাকায় অনেকে ফেরিতে নদী পাড়ি দিয়ে পাটুরিয়া থেকে বিকল্প পরিবহনে ঢাকা যান। এসময় টিকিট কাউন্টারের সামনে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। টিকিট নিতে চালকদের বিশাল লাইন দেখা যায়।

যশোর থেকে ছেড়ে আসা রাসেল পরিবহনের গাড়ির সুপারভাইজার মো. শিমুল হাসান বলেন, রাত ৪টার দিকে ঘাটে এসে সিরিয়ালে আটকা পড়ি। জানতে পারি হঠাৎ কুয়াশায় ফেরি বন্ধ হয়ে গেছে। ঘাট থেকে এখনো ২ কিলোমিটার দূরে আছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, হঠাৎ কুয়াশা বাড়তে থাকলে ভোর সাড়ে ৫টা থেকে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সকাল ৭টার দিকে কুয়াশা কমে আসলে পুনঃরায় ফেরি চলাচল শুরু হয়। কুয়াশায় দেড় ঘণ্টার মতো ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যানজট দেখা দিয়েছে। বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে। আশা করছি খুব দ্রুত এ জট কমে আসবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments