28.8 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজবাড়ীগোয়ালন্দে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন

গোয়ালন্দে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীর পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ(অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট -২২ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে শুক্রবার গোয়ালন্দ উপজেলা   প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বালক(অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা-বালিকা(অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বিকেল ৪ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টটিতে উপজেলার ৪ ইউনিয়ন ও ১ পৌরসভা অংশগ্রহণ করছে। টূর্নামেন্টটির ফাইনাল খেলা আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টের চ‍্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, প্রমুখ। সম্পূর্ণ টুর্নামেন্টটি পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জিয়াউল হক টিটু, মোস্তাফিজুর রহমান মিলন, মো. সাজ্জাদ হোসেন, মো. আলমগীর হোসেন, গোলাম মোস্তফা সোহাগ ,মোয়াজ্জেম হোসেন ,কামরুল ইসলাম।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments