27.9 C
Rajbari
রবিবার, এপ্রিল ১৪, ২০২৪
Homeসাহিত্যজাদুকর

জাদুকর

ইকবাল হাসানের কবিতাসুমহ-
এক-জাদুকর
স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না সারারাত
নির্ঘুম জাগিয়ে রাখে, কখনো কখনো
কপালে হাত রেখে বলে, দেখি দেখি,
তোমার জ্বর উঠেছে কিনা! কখনোবা
ঘুমের ভেতরে বাড়ায় দু’হাত, বলে,
এসো, জানালার কাছে যাই, চাঁদ দেখি
স্বপ্নের ভেতরে আমি আকাশের দিকে
অবাক তাকাই। দেখি, দূরের আকাশে
এক উজ্জ্বল রাজহাঁস যার প্রতিটি পালক
থেকে ঝরে পড়ছে জ্যোৎস্নার নির্যাস…
স্বপ্নের ভেতরে স্বপ্ন কখনো কখনো
আমাকে টেনে নেয় তার বুকের ভেতর
বলে, এসো, এই নক্ষত্রপ্লাবিত রাত,
এই জ্যোৎস্নার প্লাবন আর এই উজ্জ্বল
রাজহাঁসটিকে স্মরণীয় করে রাখি। আমি
ধীরে ধীরে ডুবে যাই, ডুবে থাকি স্বপ্নের
ভেতরে। সহসা তাকিয়ে দেখি, আশ্চর্য
সিঁড়ি এক শূন্যে ঝুলে আছে আর তার
পাদমূলে অলৌকিক এক জাদুকর
‘অবাক রুমাল নাড়ে পরানের গহীন ভিতর’।

দুই- রাত্রি

তুমি আমার মুগ্ধ প্রেম
তুমি আমার ক্ষমা
তুমি আমার দিনের শেষে
রাত্রি তিলোত্তমা।
বৃষ্টি
যেদিন তোমায় প্রথম দেখি
বৃষ্টি ছিল খুব
তোমার চোখে আমার ছায়া
কাঁপছিল নিশ্চুপ।
কষ্ট
আকাশ থেকে কষ্ট নেমে
লেকের জলে ভাসে
আমি তোমায় ধারণ করি
গোপন দীর্ঘশ্বাসে।
মন
আকাশ জুড়ে দেখতে পেলাম
এক পলকের উঁকি
মন বলছে, এই শ্রাবণে
তোমার দিকেই ঝুঁকি।

তিন-হিমরাত

চেতন ও অবচেতনের মাঝখানে যেন কোনও
প্রাগৈতিহাসিক নদীর কংকাল;
এখন শীতকাল, আবার এসেছে ফিরে হিমরাত-
কুকুরেরা শ্লেজ গাড়ি টানে উত্তর মেরুতে, এস্কিমোরা
ঢুকে যায় নিজস্ব ঈগলুতে, আবার সচল হয়
রিভার রোড, ভোদকা আর আইস ফিসিংয়ের
উৎসব, মাঝনদীতে কারা যেন তাবু ফেলে
হালকা আলোর রাতে বব ডিলান শোনে…
শীত এলে এখনো কি
তোমার পা’ দুটো খুব হিম হয়ে থাকে ?
RELATED ARTICLES

Most Popular

Recent Comments