28.4 C
Rajbari
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসাহিত্যমিজানুর রশিদ শুভ্রর কবিতা গুচ্ছ

মিজানুর রশিদ শুভ্রর কবিতা গুচ্ছ

একটি প্রশ্ন:

কোন কোন দিন এমন আসে যেন সেদিন আর আসেনি কোনদিন
সুর্য উঠলেই যে সব প্রদীপের নিচে আঁধার শেষ হয় না
সে কথাটা বন্ধ চোখের অন্ধ গলির শেষে
হঠাৎ ফুরিয়ে যাওয়া এক নির্বোধ প্রবন্ধের থেকে বেশি
আর কে তার অসুস্থ কালচে রক্তে রোজ লিখতে পারে?

বইয়ের পাতা ছিঁড়ে গল্পের সমাপ্তি টেনে দেওয়া যে শিশুর স্বভাব
সে শুধুই বর্নমালা দিয়ে শব্দ পড়তে শিখেছিল
কতো গুলো শব্দ পর পর পড়ে গেলেই কি বাক্য পড়া হয়?
চোখ থেকে জল গড়ালেই কি সে অশ্রু হয়ে যায়?
বিরহী বুকের কুহক ভোরের কুহেলিকায় হাহাকার করে গেলেই কি
সে বৈষ্ণবী সংগীত হয়?
আর, দুটি মানুষ ছিন্ন হয়ে ভিন্ন মন হলেই বুঝি সব নিশ্চিন্ন হয়ে যায়?

চোখ বন্ধ-খোলার নাগরদোলায় প্রতিদিনই তো
শরীরে কতো মদের মত রস তৈরি হয়
তাই বলে কি মানুষ প্রতিদিনই নেশায় জড়ায়?
মনের নিষ্পাপ ফণায় যদি ফণীমনসা ভুল করে ছোবল দিয়েই যায়
সেই বিষের ব্যথায় বাকী জীবন নীল হয়ে বেঁচে রইলেই কি
একদিন আকাশ হয়ে সমুদ্রকে সে নীল ব্যথা ফিরিয়ে দেওয়া যায়?
একটু ভেবেই না হয় বলো, যায় কি?

#শুভ্ররকবিতা
১৮ ফেব্রুয়ারি, ২০২২

সত্যের বিষেঃ
সীমান্ত!
সত্যের নীচে কবর হলো তোমার
তবু মৃত্যুর সুখ পেলে না কেন, বলতে পারো?
ভ্রান্তির কাফনে জড়ানো ছিলে তাই?

তুমি তোমার প্রস্থানের দুয়ারে দাঁড়িয়ে এক বেলার ভিখারী হয়ে
প্রাচুর্য্যের কূপ থেকে বিদায় ভিক্ষা চাওনি বলে কি
খুব যত্ন করে বিষ মাখা ভাত দিয়ে গিয়েছিল কেউ
জোড় ভাঙা অনাথ শালিকের ক্ষুধার্ত মুখে ?
ক্লান্ত শালিক তার ওড়ার শেষ সীমা খুঁজে এসেছে
ফেরার হলে তো সে জোড় ভেঙে বাঁচত না বেশি দিন
পাখিদের মৃত্যু হলে কোথায় কবর হয় সীমান্ত?
কার চোখের সত্যের সীমানায়?
সত্য দেখায় কি তবে এতই অসুখ?

সীমান্ত!
পাশের বাড়ির মৃম্ময়ীর খবর শুনেছো?
দু’রাত ধরে নাকি সে স্বপ্নে নিজের কবর নিজেই খোঁড়ে
এখন সে ঘুমিয়ে পড়তে ভয় পায়
তুমি স্বপ্নে বিশ্বাস করো সীমান্ত?
তুমি সত্যে বিশ্বাস করো?
কখনো যদি মৃম্ময়ীর স্বপ্ন সত্য হয়ে যায়
তুমি তখন কিসে বিশ্বাস রাখবে সীমান্ত?
ঠিকানা বিলুপ্ত করা নদীর ভাঙনে?
হরিণ শাবক পোড়ানো দাবানলে?
ঘর না ফেরা জেলের নতুন বৌয়ের বুকে
জমাট কষ্টের নিচে স্বপ্নের দাফনকে?
কিসে বিশ্বাস হবে তোমার?
আর কিসেই বা অবিশ্বাস হবে বলো?

আর কতো সীমান্ত?
এতবার শত রকমের সত্য পান করেও কি তোমার ক্লান্তি আসে না?
আর কতো?
আর কতো সত্য দিয়ে তোমার কবর হলে, সীমান্ত!
আর কতো ভ্রান্তির কাফনে দাফন হলে তোমার, সীমান্ত!
বেঁচে রইবে কোন সত্যাশ্রয়ী হৃদপিণ্ডের
অপারগতার ঘুণ পোকা গুলো?
আর কতো!!

#শুভ্রররবিতা
১৭ ফেব্রুয়ারী, ২০২২

RELATED ARTICLES

জাদুকর

Most Popular

Recent Comments