25.8 C
Rajbari
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩
Homeসাহিত্যমিজানুর রশীদ শুভ্রর কবিতা

মিজানুর রশীদ শুভ্রর কবিতা


এক বিন্দু পাপ
– শুভ্র

পুরানো বটতলার ছায়ার আল্পনা বাড়ির পিছনে
সেখানে ফেলে দেওয়া এক চেনা বইয়ের পাতা
না জেনেই মাতালের মতো হাসে
একটি একটি করে এদিক ওদিক দৈবচয়নে
অনেক কথাই সেখানে এখন ফ্যকাসে
সময়ের স্রোতে গিয়েছে ধুয়ে পরিচিত আলাপ।

হারিয়ে গেলে দিও না বন্ধু অভিশাপ
আমি তোমার বইয়ের উপন্যাসে
কোন এক পৃষ্ঠায় ভুল ছাপায় ছিলেম
সাদা কালো এক বিন্দু পাপ।

চেপে ছিলেম অথবা পরেছিলাম চাপা
সুদিন দুর্দিনের পৃষ্ঠার তলদেশে
চোখের ভাষাটা একবারও পড়তে চাও নি
জলের মতো সরল ছিল সব সেখানে অনায়েসে
এখন শুকানো চোখে লেগে আছে এমনই
সময় মুছে দিতে পারে না এমন কিছু ছাপ
হারিয়ে যাবার অবকাসে অনাদৃত অনুতাপ
হারায়ে গেলে দিও না বন্ধু অভিশাপ।

যে আলো নিভে গেছে বাইরে অনেক আগে
এতদিনে শরীরের অংশ হয়ে গিয়েছে মিশে
শুধু সে আর জ্বালবে না চলার পথে আলো
হারিয়ে যাবার অনবরত অবকাসে
বাড়ির পিছনে বটতলারও যে আছে
হারিয়ে যাওয়া অনাদৃত অনুতাপ
সে কখনো হারিয়ে গেলে বন্ধু
দিও না তারে অভিশাপ
তার মত আমারও হয়তো আছে পরিতাপ।

আমি তোমার বইয়ের উপন্যাসে ছিলেম মাত্র
কোন এক পৃষ্ঠায় ভুল ছাপায়
সাদা কালো মতো এক বিন্দু পাপ।

RELATED ARTICLES

জাদুকর

Most Popular

Recent Comments