27.9 C
Rajbari
শনিবার, জুন ১০, ২০২৩
Homeরাজবাড়ীরাজবাড়ীর বর্ষীয়ান রাজনীতিক রোকন চৌধুরীর ইন্তেকাল

রাজবাড়ীর বর্ষীয়ান রাজনীতিক রোকন চৌধুরীর ইন্তেকাল

 

শোক সংবাদ

চিরবিদায় নিলেন রাজবাড়ী জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, দারচী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোকন উদ্দিন চৌধুরী। গতকাল শনিবার বিকাল ৩.৪০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে এই বয়োজেষ্ঠ রাজনীতিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর।
রোকন চৌধুরী নামে সর্বজন পরিচিত এই নেতা এক সময় রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ রবিবার সকাল ১১টায় দারচী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয় প্রাংগনে এবং দুপুর ২টায় রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত হবে।  সকল আত্মীয় গুনগ্রাহী ও শুভাকাংখিদের উক্ত জানাজায় অংশ নিতে অনুরোধ করা হয়েছে।

রাজবাড়ী ডটকমের প্রকাশক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কানাডা প্রবাসী আব্দুল হালিম মিয়া রাজবাড়ীর ঐতিহ্যবাহী পরিবারের সন্তান রোকন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

 

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments